একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Six Chapter

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester, Unit 1, philosophy, Six Chapter nirbikolpok o sobikolpok protokher parthokko 


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Six Chapter

দর্শন ষষ্ঠ অধ্যায় "নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য"

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)


১) ন্যায় মতে, বাহ্য প্রত্যক্ষ কয়প্রকার?
ক) দুই প্রকার
(খ) তিন প্রকার 
(গ) চার প্রকার
(ঘ) কোনোটিই নয়।

২) 'নিষ্প্রকারক' শব্দের অর্থ কী?
(ক) প্রকারযুক্ত
(খ) প্রকারশূন্য
(গ) প্রকারবিশিষ্ট
(ঘ) কোনোটিই নয়।

৩) ন্যায়সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে 'অব্যপদেশ্যম্'- এই শব্দটি কোন্ অর্থে ব্যবহার করেছেন?
(ক) নির্বিকল্পক
(খ)  সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়।

৪) ন্যায়সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে 'ব্যবসায়াত্মকম্'- এই শব্দটি কোন্ অর্থে ব্যবহার করেছেন?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়।

৫) 'বিকল্প' শব্দের অর্থ কী?
(ক) বিশেষ্য 
(খ) বিশেষণ
(গ) ক্রিয়া
(ঘ) কারক।

৬) ন্যায় মতে, নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ?
(ক) প্রত্যক্ষ
(খ) উপমান
(গ) অনুমান 
(ঘ) শব্দ।

৭) নিষ্প্রকারক জ্ঞানকে বলে-
(ক) নির্বিকল্পক
(গ) প্রত্যক্ষ
(খ) সবিকল্পক
(ঘ) উপমিতি।

8) ন্যায় দর্শনে সপ্রকারক জ্ঞানকে কী বলে?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
ঘ) কোনটিই নয় 

৯) 'প্রকার' শব্দের অর্থ কী?
(ক) বিশেষণ
(খ) ক্রিয়া
(গ) বিশেষ্য 
(ঘ) কারক।

১০) কোন্ প্রত্যক্ষের স্মৃতি হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষের
(গ) প্রত্যভিজ্ঞার
(খ) সবিকল্পক প্রত্যক্ষের
(ঘ) কোনোটিই নয়।


শূন্যস্থান পূরণ করো


১) নৈয়ায়িকদের মতে, আমাদের সব প্রত্যক্ষ নয়___________। 
উত্তরঃ- সবিকল্পক 

২) কোনো বাক্তি বা বস্তুকে __________ বলে জানা হল প্রতাভিজ্ঞা। 
উত্তরঃ- পূর্বজ্ঞাত 

৩) নির্বিকল্পক প্রত্যক্ষ ___________ কে কাজে প্রবৃত্ত করেনা। 
উত্তরঃ- প্রমাতা 

  • একাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
  • একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার ষষ্ঠ অধ্যায় mcq
  • একাদশ শ্রেণীর দর্শন নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
  • ক্লাস 11 দর্শন অধ্যায় 6 প্রশ্ন উত্তর
  • Class 11 philosophy New syllabus in bengali west bengal board
  • Class 11 1st semester philosophy New syllabus WB


একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ‍্যের পার্থক্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester, Unit 1, philosophy, Six Chapter nirbikolpok o sobikolpok protokher parthokko 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!