একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Sixth Chapter

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Sixth Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Sixth Chapter

বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions)
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)


1) ভারতের মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল?
(ক) ৩৯৫টি
(খ) ৪৭০টি
(গ) ৩২৫ টি
(ঘ) ৩৬০ টি।
উত্তরঃ-  ক

2) বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা হল
(ক) ৩৯৫টি
(খ) ৪৭৬টি
(গ) ৪১০ টি
(ঘ) ৪৭০ টি।
উত্তরঃ-  ঘ

3) কোন্ দেশের সংবিধানকে 'Bag of Borrowings' বলা হয়?
(ক) ব্রিটেনের
(খ) দক্ষিণ আফ্রিকার
(গ) সুইটজারল্যান্ডের
(ঘ) ভারতের।
উত্তরঃ-  ঘ

4) ভারতের সংবিধান হল-
(ক) সুপরিবর্তনীয়
(খ) দুষ্পরিবর্তনীয়
(গ) শুধুমাত্র অংশত সুপরিবর্তনীয়
(ঘ) অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয়।
উত্তরঃ-  ঘ 

5) লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত?
(ক) আইন বিভাগ
(খ) শাসন বিভাগ
(গ) বিচার বিভাগ
(ঘ) সরকার।
উত্তরঃ-  গ

6) যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায়-
(ক) একটি কেন্দ্রীয় সরকার
(খ) একটি আঞ্চলিক সরকার
(গ) একটি রাজ্য সরকার
(ঘ) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার।
উত্তরঃ-  ঘ

7) ক্ষমতা বণ্টনের ভারতীয় সংবিধানে তালিকা রয়েছে
(ক) ৩টি
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ৫টি।
উত্তরঃ-  ক

8) বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা-
(ক)২৫টি 
(খ) ২৬টি
(গ) ২৮টি
(ঘ) ২৩টি।
উত্তরঃ-  গ

9)  কোন্ দেশকে 'আধা-যুক্তরাষ্ট্র বলা হয়?
(ক) ব্রিটেনকে
(খ) ভারতকে
(গ) বাংলাদেশকে
(ঘ) চিনকে।
উত্তরঃ-  খ 

10) অধিকার ও কর্তব্য -
(ক) পরস্পর সম্পর্কযুক্ত
(খ) পরস্পর সম্পর্কযুক্ত নয়
(গ) আংশিক সম্পর্কযুক্ত
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়।
উত্তরঃ-  ক

11) ভারতের মূল সংবিধানে মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না কথাটি - 
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) আংশিক সত্য
(ঘ) আংশিক মিথ্যা।
উত্তরঃ-  ক

12) ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি লিপিবদ্ধ করা হয়েছে।
(ক) ২৯-৩০ নং ধারায়
(খ) ৩২-৩৫ নং ধারায়
(গ) ১৪-১৮ নং ধারায়
(ঘ) ১৬-১৯ নং ধারায়।
উত্তরঃ-  গ

13) কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে?
(ক) ৬১ তম
(খ) ৭১ তম
(গ) ৭৬ তম
(ঘ) ৮৬ তম।
উত্তরঃ-  ঘ

14) সংবিধান বিরোধী কোনো আইন -
(ক) বাতিলযোগ্য
(খ) বাতিল করা যায় না
(গ) আলোচনা-সাপেক্ষ
(ঘ) অনমনীয়।
উত্তরঃ-  ক

15) সংবিধান-বিরোধী আইন বাতিল করতে পারে -
(ক) পার্লামেন্ট
(খ) সুপ্রিমকোর্ট
(গ) সরকার
(ঘ) জনগণ।
উত্তরঃ-  খ

একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার ষষ্ঠ অধ্যায় mcq
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
ক্লাস 11 রাষ্ট্র বিজ্ঞান অধ্যায় 6 প্রশ্ন উত্তর
Class 11 Political Science New syllabus in bengali west bengal board
Class 11 1st semester Political Science New syllabus WB
WBCHSE Political Science New Syllabus 
রাষ্ট্রবিজ্ঞান, ষষ্ঠ অধ্যায়, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!