একাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান প্রথম সেমিস্টার, সমস্ত অধ্যায় প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Education (Sikha Biggan) Questions and Answers

একাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান প্রথম সেমিস্টার, সমস্ত অধ্যায় এর প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Education (Sikha Biggan) Questions and Answers , Class XI, Semester I , All Chapter Best and Important Questions Answers and Solutions

শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়  নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই  অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়  এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই  অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 

CLASS 11 EDUCATION  Question Answers -SEMESTER I All Chapters


1. সংকীর্ণ অর্থে শিক্ষা হল জ্ঞান আহরণ করা । 

2. সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝ?
সংকীর্ণ অর্থে শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয়

3. ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝায়? জীবন বিকাশই হল শিক্ষা

4. বর্তমানে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ

5. শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার? অ্যাডামস

6. "শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা" উক্তিটি কে করেছেন? গান্ধীজি

7. লাতিন শব্দ educare এর অর্থ কি? লালন পালন করা

৪. লাতিন শব্দ educatum এর অর্থ কি?  শিক্ষাদানের কাজ

9. লাতিন শব্দ educere এর অর্থ কি?  পরিচর্যা করা

10. "An all around development drawing out of the best in child and man body, mind and spirit" উক্তিটি কার? গান্ধিজি

11. "Education is the manifestation of perfection already in man" উক্তিটি করেছেন কে? স্বামী বিবেকানন্দ

12. "Education is the unfoldment of what is already unfolded in the term" উক্তিটি কে করেছেন? ফ্রয়েবেল

13. "শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবন যাপনের উপায়" উক্তিটি কে করেছেন? স্বামী দয়ানন্দ

14. "সা বিদ্যা যা বিমুক্তয়ে" এই মহান বাক্যটি আছে উপনিষদে

15. "বিদ্যা" শব্দটির সংস্কৃত যে ধাতু থেকে উৎপত্তি হয়েছে সেটা হল – বিদ্‌ ধাতু

16. সংস্কৃত "বিদ” ধাতুর অর্থ হল জ্ঞান অর্জন করা

17. "education is a unique investment in the present and the future" উক্তিটি আছে জাতীয় শিক্ষানীতি, 1986

18. শিক্ষাকে "ত্রিমুখী প্রক্রিয়া" হিসেবে চিহ্নিত করেছেন জন ডিউই

19. শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল শিক্ষক

20. ও 'পাঠ্যসূচি' এই দুটি শব্দের অর্থ-পৃথক পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশমাত্র

21. নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ- শরীরচর্চামূলক

22. Currere শব্দের অর্থ হল দৌড়ের পথ

23. "বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ" একথা বলেছেন জন ডিউই

24. Currere শব্দের অর্থ হল a race for going to the centre

25. "curriculum should be conceived as an epitome of the rounded whole of the knowledge and experience of the human race" উক্তিকি করেছেন ফ্রয়েবেল

26. পাঠ্যসূচি (syllabus) হল পাঠ্যক্রমের (curriculum) অংশমাত্র

27. শিক্ষা হল গতিশীল জিবনব্যাপী প্রক্রিয়া

28. "... বরং শিক্ষা হলো এমন কিছু যা সত্যানুসন্ধানে এবং ধর্মাচরণের দীক্ষিত করে এবং মানুষকে দ্বিতীয়বার জন্মদান করে" এটা হল- কোঠারি কমিশন এর মত

29. সংকীর্ণ অর্থে শিক্ষায়ⅰ) শিক্ষক- দাতা ii) শিক্ষার্থী গ্রহীতা

30. ব্যাপক ধারণায় শিক্ষার বৈশিষ্ট্য- সর্বাঙ্গীন বিকাশ

31. 'Curriculum' শব্দটি এসেছে লাতিন শব্দ currere থেকে

32. এডুকেসিয় টেনে বের করা

33. এডুকেয়ার প্রতিপালন করা

34. এডুসিয়ার নিষ্কাশন করা

35. এডুকেটাম শিক্ষাদানের কাজ

36. সাম্যের অধিকার ১৪-১৮ নং ধারা

37. স্বাধীনতার অধিকার ১৯-২২ নং ধারা

38. শোষণের বিরুদ্ধে অধিকার ২৩-২৪ নং ধারা

39. ধর্মীয় স্বাধীনতার অধিকার ২৫-২৮ নং ধারা

40. প্লেটো - শিক্ষা শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের সার্বিক বিকাশ সাধন করে

41. মন্তেসরি শিক্ষা শিশুর স্বাভাবিক জীবন বিকাশে সাহায্য করে

42. জন ডিউই শিক্ষা হল আন্তঃ ক্রিয়া-কলাপের মাধ্যমে অভিজ্ঞতার পুনর্গঠনের প্রক্রিয়া

43. হারবার্ট স্পেনসার শিক্ষা হলো ভবিষ্যতের জন্য পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি

44. স্বামী বিবেকানন্দ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ

45. স্বামী দয়ানন্দ শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়

46. ঋষি অরবিন্দ মানুষের বিকাশ মান আত্মসত্ত্বাকে পূর্ণ বিকাশ করার প্রয়াসই হলো শিক্ষা

47. মহাত্মা গান্ধী - শিক্ষা হলো ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস

48. বিবৃতি A: আধুনিক শিক্ষার চারটি উপাদান হলো শিক্ষার্থী

শিক্ষক পাঠক্রম এবং শিক্ষালয়

কারণ R: আধুনিক শিক্ষাকে বলা হয় শিক্ষককেন্দ্রিক শিক্ষা

A সঠিক কিন্তু R ভুল

49. বিবৃতি A: শিক্ষক তথা জ্ঞান ভান্ডার থেকে স্বর্ণরুপ জ্ঞান দ্বারা শিশুর মনের ঝুলি পূর্ণ হওয়ার এই ধারণাকে গোল্ড শাক থিওরি বলা হয়

কারণ R: শিক্ষার সংকীর্ণ অর্থে জ্ঞান সঞ্চালন, পাইপলাইন তত্ত্ব নামে পরিচিত

A এবং R উভয় সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়

50. শিক্ষার প্রধান চারটি উপাদান হলো শিক্ষার্থী-শিক্ষক-

পাঠক্রম-সমাজ/পরিবেশ

51. বিবৃতি A: ব্যাপক অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জন

বিবৃতি B: ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া

B সত্য A মিথ্যা

52. বিবৃতি A: পাঠ্যক্রম হলো অপরিবর্তনশীল

বিবৃতি B: পাঠক্রম হলো পরিবর্তনশীল

B সত্য A মিথ্যা

53. বিবৃতি A: "শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠ্যক্রম" উক্তিটি পেইনি করেন

বিবৃতি B: "শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠ্যক্রম" উক্তিটি হরনি করেন

উভয়ই মিথ্যা

54. বিবৃতি A: শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান হলো ফুটবল

বিবৃতি B: শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান হল পাঠ্যক্রম

B সত্য A মিথ্যা

55. বিবৃতি A: বংশগতি x পরিবেশ ব্যক্তিসত্তা

বিবৃতি B: বংশগতি x পরিবেশ = মিথস্ক্রিয়া

A সত্য B মিথ্যা

56. পারিবারিক শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা

57. নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ খ্রিস্টাব্দে

58. শিশু তার প্রাথমিক আচরণের শিক্ষা পায় পরিবার থেকে

59. শিক্ষা, কৃষ্ট ও বিজ্ঞানচর্চা প্রসারের জন্য প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা – UNESCO

60. ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় মাদ্রাজে

61. একটি গণমাধ্যম সংস্থা সংবাদপত্র

62. জ্ঞানবাণী' শিক্ষা সংক্রান্ত কর্মসূচি দেখানো হয় দূরদর্শনে

63. পশ্চিমবঙ্গে প্রথম মুক্ত বিদ্যালয়টি হল নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়

64. NCERT এর পুরো নাম হল National Council of Educational Research and Training

65. NCERT প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ খ্রিস্টাব্দে

66. SCERT এর পুরো নাম হল State Council of Educational Research and Training

67. UNICEF এর পুরো নাম হল The United Nations International Children Emergency Fund

68. DIET এর পুরো নাম হল District Institute of Education and Training

69. NCTE এর পুরো নাম হল Teacher Education National Council of

70. UGC এর পুরো নাম হল Commission University Grants

71. UNESCO এর পুরো নাম হল United Nations Educational, Scientific and Cultural Organization

72. নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে উল্লেখিত চারটি উপাদানই সুনিয়ন্ত্রিতভাবে অবস্থান করে। এই শিক্ষা প্রক্রিয়া সমাজের বিভিন্ন প্রথা অনুসারে চলমান তাই এই শিক্ষাকে_শিক্ষাও বলে। প্রথাগত শিক্ষা

73. NCERT বিদালয় স্তরের পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া

74. DIET Pre Service এবং In Service শিক্ষকদের উন্নয়নের জন্য ব্যবস্থাপনা ও পরিচালনা করা

75. NCTE Teacher Education এর বিভিন্ন দিক পরিদর্শন করা

76. UGC প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা

77. উচ্চশিক্ষার ক্ষেত্রে দিল্লি বিশ্ববিদ্যালয়ের করেসপন্ডেন্স কোর্স চালু হয় ১৯৬২ খ্রিস্টাব্দে

78. কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন দিল্লিতে জাতীয় মুক্ত বিদ্যালয় স্থাপন করে ১৯৭৯ খ্রিস্টাব্দে

79. অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় চালু হয় ১৯৮২ খ্রিস্টাব্দে

৪০. দিল্লিতে ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় খোলা হয় ১৯৮৫ খ্রিস্টাব্দে

81. বিদ্যালয় কোন কার্যাবলীর অন্তর্গত নিয়ন্ত্রিত শিক্ষা

82. বিবৃতি A: অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হলো পরিবার 
বিবৃতি B: অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হলো বিদ্যালয়

A সত্য B মিথ্যা

83. গ্রীক শব্দ 'Skhole' এর বাংলা অর্থ হল অবসর বিনোদনের

সমকালীন তত্ত্বমূলক আলোচনার স্থান

84. কোন শিক্ষাবিদ বিদ্যালয়কে 'সমাজের ক্ষুদ্র সংস্করণ' রূপে অভিহিত করেছেন – ডিউই

85. ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় 2টি

86. 'আস্তিক দর্শন' কটি বিভাগের ক্রিয়াশীল - 2টি

87. বেদানগত আস্তিক দর্শন হলো মীমাংসা দর্শন

৪৪. বেদস্বতন্ত্র আস্তিক দর্শন হলো বৈশেষিক দর্শন

89. মীমাংসা দর্শনের মূল প্রবক্তা হলো মহর্ষি জৈমিনি

90. দর্শন এর রচয়িতা হলেন- বেদব্যাস

91. 'সংখ্যা দর্শন' এর প্রতিষ্ঠাতা হলেন কপিল মুনি

92. যোগ দর্শন এর প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি

93. ন্যায় দর্শন এর প্রতিষ্ঠাতা হলেন- মহর্ষি গৌতম

94. নরমপন্থী আস্তিক দর্শন হল জৈন দর্শন

95. বেদ কয়টি চারটি

96. বেদ এর অপর নাম কী শ্রুতি

97. ইসলামিক শিক্ষা ব্যবস্থা বলা হয় মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থাকে

98. বৌদ্ধধর্ম প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ

99. কোন দর্শনের সহিত ক্ষনভঙ্গবাদ জড়িত বৌদ্ধ দর্শন

100. ত্রিপিটক কোন ভাষায় রচিত পালি ভাষায়

101. "দুঃখের কারণ আছে" এটি কোন আর্যসত্যে বলা হয়েছে দ্বিতীয় আর্যসত্যে

102. গৌণ গুণের উদাহরণ হল আয়তন, ভর বক্তব্যটি মিথ্যা

103. "everything is good as if comes from the hands of author of nature but everything degenerate is hands of man" উক্তিটি করেছেন রুশো

104. "philosophy, in order to be philosophy, should have meaning and utility in the solutions of human problems. It should be practical and useful in influencing the conduct of life not a passive enquiry or contemplation"- প্রয়োগবাদ

সম্বন্ধে এই উক্তিটি করেছেন জন ডিউই

105. দ্বাদশ নিদান বা ভবচক্র আছে____। বৌদ্ধশাস্ত্র

106. অষ্টাঙ্গিক মার্গ যুক্ত আছে ____। চতুর্থ আর্যসত্যে

107. সংখ্যা দর্শন কপিল মুনি

108. যোগ দর্শন পতঞ্জলি

109. ন্যায় দর্শন মহর্ষি গৌতম

110. বৈশেষিক দর্শন- মহর্ষি কণাদ

111. উদ্যোৎকর ন্যায় বর্তিকা

112. গঙ্গেশ উপাধ্যায় তত্ত্ব চিন্তামণি

113. অন্নংভট্ট তর্ক

114. বিশ্বনাথ ন্যায় পঞ্চানন ভাষা পরিষদ

115. প্রথম আর্যসত্য জীবন দুঃখময়

116. দ্বিতীয় আর্যসত্য- দুঃখ সমুদয়

117. তৃতীয় আর্যসত্য- দুঃখ নিরোধ

118. চতুর্থ আর্যসত্য - দুঃখ নিরোধমার্গ

119. যোগ সূত্র - মহর্ষি পতঞ্জলি

120. মীমাংসা সূত্র- মহর্ষি জৈমিনি

121. ব্রহ্মসূত্র - মহর্ষি বেদব্যাস

122. ন্যায় সূত্র- মহর্ষি গৌতম

123. আর্যসত্যের ক্রমানুসার জীবন দুঃখময় দুঃখ সমুদয় দুঃখ নিরোধ- দুঃখ নিরোধমার্গ

124. বিবৃতি A: বেদানুগত আস্তিক দর্শন হল ন্যায় দর্শন

বিবৃতি B: বিধানগত আস্তিক দর্শন হল মীমাংসা দর্শন

B সত্য A মিথ্যা

125. বিবৃতি A: বেদস্বতন্ত্র আস্তিক দর্শন হল যোগ দর্শন

বিবৃতি B: বেদস্বতন্ত্র আস্তিক দর্শন হলো ন্যায় দর্শন

A সত্য B মিথ্যা

126. বিবৃতি A: মোক্ষলাভ হলো এই ধরণী থেকে চির মুক্তি

বিবৃতি B: মোক্ষলাভ হলো এই ধরণী থেকে সাময়িক মুক্তি

A সত্য B মিথ্যা

127. ইসলাম ধর্মানুসারে একমাত্র স্রষ্টা হলেন- আল্লাহ

128. শিক্ষা এবং শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এর সংযুক্তিতে আছে সামাজিক স্থায়িত্ব

129. School is a purified, simplified and better balanced society উক্তিটি করেছেন জন ডিউই

130. Delors Commission, শিখনের কটি স্তরের কথা বলেছেন চারটি

131. প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য গুলি হল মুখোমুখি সম্পর্ক, সরাসরি সহযোগিতা, আমরাবোধ

132. রাজনৈতিক দল কোন গোষ্ঠীর উদাহরণ গৌণ গোষ্ঠী

133. গৌণ গোষ্ঠীর উদাহরণ হল কর্মচারী সংগঠন

134. সামাজিক পরিবর্তন হলো সামাজিক প্রক্রিয়ার পরিবর্তন, সামাজিক কাঠামোর পরিবর্তন, সামাজিক আচরণের পরিবর্তন

135. "The destiny of India is being shaped in her classroom" উক্তিটি আছে কোঠারি কমিশনে

136. সাংস্কৃতির বৈশিষ্ট্য হলো সংস্কৃতি গতিশীল, সংস্কৃতি সামাজিক, দেশ কালভেদে সংস্কৃতির মধ্যে পার্থক্য বর্তমান

137. স্থায়ী গোষ্ঠী কেন্দ্রীয় মন্ত্রী

138. গোষ্ঠী- শ্রেণী

139. ঐচ্ছিক গোষ্ঠী শ্রমিক সংগঠন

140. সমতল গোষ্ঠী পরিবার

141. সংস্কৃতি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ - colere থেকে

142. "বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান" একথা বলেছেন –জন ডিউই

143. নির্দিষ্ট পাঠক্রম উপস্থিত থাকে যে শিক্ষা ব্যবস্থায় তা হল- নিয়ন্ত্রিত শিক্ষা

144. মুদালিয়ার কমিশন 'দ্বিতীয় শিক্ষক' হিসেবে কোন বিষয়ের কথা বলেছেন বিদ্যালয়ের শিক্ষক


  • একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
  • একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় mcq
  • একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
  • ক্লাস 11 শিক্ষা বিজ্ঞান অধ্যায় 1 প্রশ্ন উত্তর
  • Class 11 philosophy New syllabus in bengali west bengal board
  • Class 11 1st semester philosophy New syllabus WB


Class 11, 1st semester Education (Sikha Biggan) Questions and Answers , Class XI, Semester I All Chapter Best and Important Questions Answers । একাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান প্রথম সেমিস্টার, সমস্ত অধ্যায় এর প্রশ্ন উত্তর | 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!