একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টার, সমস্ত অধ্যায় এর প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Bengali Questions and Answers , Class XI, Semester I , All Chapter Best and Important Questions Answers and Solutions
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত অধ্যায় নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের সমস্ত অধ্যায় এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।
CLASS 11, SEMESTER I, BENGALI All Chapters Solutions
1. "পুঁইমাচা”- গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্প গ্রন্থের অন্তর্গত? - মেঘমল্লার
2. ক্ষেন্তির বাবার নাম কি?- সহায়হরি চ্যাটার্জি
3. সহায়হরি মেটেআলু চুরি করে এনেছিল? - বরোজপোতার
4. ক্ষেন্তির জন্য তার বাবা জামা কিনে এনেছিলেন- হরিপুরের রাসের মেলা থেকে।
5. ক্ষেন্তির বিয়ে হয়েছিল বৈশাখে।
6. ক্ষেন্তির শ্বশুরবাড়িতে পনের টাকা বাকি ছিল- আড়াইশো।
7. মুখুজ্যে বাড়ির ছোট খুকি হলো- দুর্গা।
৪. কমলাকান্ত নিজেকে মনে করেছিল নেপোলিয়ান।
9. পুঁইমাচা 'গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?- প্রবাসী।
10. 'পুঁইমাচা 'গল্পে কার গাছ কাটার কথা বলা হয়েছে? - তারক খুড়োর।
11. ক্ষেন্তির হাতে থাকা সেফটিপিনটি কেমন দামের ছিল?-দু- পয়সা ডজনের।
12. ক্ষেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে এনেছে? গয়া পিসির কাছ থেকে।
13. সহায়হরি কত ওজনের মেতে আলু বাড়িতে এনেছিল ?- পনেরো-ষোলো সের।
14. অন্নপূর্ণা পিঠের উপকরণ তৈরি করেছিলেন কী উপলক্ষ্যে?- পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে।
15. ক্ষেন্তি কোন রোগে মারা গিয়েছিল?- বসন্ত।
16. কমলাকান্তের জন্য কে দুধ রেখে যেত?- প্রসন্ন গোয়ালিনি।
17. "অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে, সে অধর্ম ..." কার ?- কৃপন ধনীর।
18. "যে বিচারক চোরকে সাজা দিবেন," তাকে বিড়াল কত দিনের উপবাসের কথা বলেছেন?- তিনদিন।
19. কমলাকান্ত তিনদিন উপবাস করলে তার ভান্ডার ঘরে ধরা পড়বে বলে বিড়ালের ধারণা?- নাসিরামবাবু।
20. বিড়াল রচনায় যার দুগ্ধের কথা বলা হয়েছে মঙ্গলার।
21. ধর্ম কি? এর উত্তরে বিড়াল বলেছে বিজ্ঞ দ্বিপদ। 22. কমলাকান্ত মার্জার কে দিতে চেয়েছিল এক সরিষাভর আফিঙ্গ।
23. মার্জার কে কমলাকান্ত করার জন্য দিতে পারেন- নিউমান, পার্কর।
24. ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ :
প্রবচন
কেহ মরে বিল ছেঁচে,/ কেহ খাই কই।
পরোপকারই পরম ধর্ম
প্রবাদ
বিড়ালে দুধ খাইয়া গেলে, তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়।
চিরাগত একটি প্রথা
খাইতে পাইলে কে চোর হয়
অকাট্য যুক্তি
25. "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর" কবিতাটির উৎস হল- চতুর্দশপদী কবিতা বলি।
26. "পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে।" পরিমল শব্দের অর্থ কি? - সুগন্ধ।
27. বাংলা ভাষায় প্রথম সনেট কে রচনা করেন?- মধুসূদন দত্ত
28. "... পেয়ে সে মহাপর্বতে," -মহাপর্বতস্বরূপ কে?- বিদ্যাসাগর
29. 'কিংকরী 'শব্দটি অর্থ হলো দাসী।
30. কনফুসিয়াস কোন দেশের ধর্মগুরু? চিন।
31. 'সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয়- লাঙ্গল পত্রিকায়।
32. 'সাম্যবাদী' কবিতায় কবি সবার দেবতার 'বিশ্ব-দেউল' বলতে চিহ্নিত করেছেন মানবহৃদয়কে।
33. 'মানবের মহা-বেদনার ডাক 'শুনে কে রাজ্য করে ত্যাগ করেন- শাক্যমনি গৌতম বুদ্ধ।
34. 'কাবা' কোথায় অবস্থিত?- মক্কা শহরে।
35. "জেন্দাবেস্তা" - একটি ধর্মগ্রন্থ।
36. "বাঁশির কিশোর" অর্থে যাকে বোঝানো হয়েছে- শ্রীকৃষ্ণ।
37. ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ :
সাম্য
সমদর্শিতা
যুগাবতার
মহাপুরুষ
দেউল
দেবালয়
আরবদুলাল
হযরত মহম্মদ
38. পেলাইওর স্ত্রীর নাম এলিসেন্দা।
39. 'বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো' গল্পটির অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।
40. পাদ্রি গোনসাগা উপস্থিত হয়েছিল- সকাল সাতটা।
41. দেবদূতের ডানায় মস্ত কতগুলি পালক গজিয়েছিল ডিসেম্বরের গোড়ায়।
42. ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ :
বাড়ির ভেতর কাঁকড়া মেরেছিল
একটাই ছাই-ধূসর বস্তু
কাঁদার মধ্যে মুখ গুঁজে উপুর
তারপক্ষে দেখায় মুশকিল ছিল
বৃষ্টির তৃতীয় দিনে
সমুদ্র আর আকাশ খুব খুরথুরে বুড়ো
দুপুর বেলাতেই আলো এমন দুর্বল
43. অনুদিত চারণ কবিতারটির মূল কবিতা কবি কাকে উৎসর্গ করা হয়েছিল? দক্ষিণ আফ্রিকার কবি বেঞ্জামিন মোলায়েজকে।
44. চারণ কবি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটির নাম ভবিষ্যগু চিত্রপটম।
45. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে যেটি গান।
46. 'চারণ কবি' কবিতাতে ফাঁসুরে বলতে কাকে বোঝানো হয়েছে?- রাষ্ট্রশক্তিকে।
47. "চারণকবি”- কবিতা অনুসারে কাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে? - মৃত্যুকে।
48. ইন্দো-ইউরোপীয় দশটি শাখার মধ্যে গুরুত্বপূর্ণ শাখাটি হল ইন্দো-ইরানীয়।
49. বাংলা ভাষার উদ্ভব হয়েছে- মাগ্ধি অপভ্রংশ থেকে।
50. প্রাচীন বাংলার সময়সীমা হল আনুমানিক ৯৫০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ।
51. প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো ঋগবেদ।
52. নেপালি ভাষার উদ্ভব হয়েছে শৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে।
53. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল অস্ট্রিক।
54. সাঁওতালি ভাষার লিপির নাম- অলচিকি।
55. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট রচিত হয়েছে হিব্রু ভাষায়।
56. আফগানিস্তানের ভাষা হল পুশতু।
57. এসপেরান্ত নামক কৃত্রিম ভাষার স্রষ্টা এল এল জামেনহফ।
58. সেমীয় হামীও ভাষা বংশের একটি উল্লেখযোগ্য ভাষা হলো হিব্রু।
59. ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি?- ল্যাটিন।
60. লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে বর্মী ভাষা থেকে।
61. "অষ্টাধ্যায়ী” ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন পাণিনি।
62. সংস্কৃত কে বাংলা ভাষার "অতীবৃদ্ধ পিতামহী” বলেছেন কে হরপ্রসাদ শাস্ত্রী।
63. ধর্মসাহিত্যের ভাষা পালি
64. প্রাকৃত ভাষার মূল উপাদান বৈদিক কথ্য সংস্কৃত
65. প্রাচীন বাংলার নিদর্শন চর্যাপদ
66. চর্যাপদের পদকর্তার সংখ্যা হল ২৪ জন।
67. শ্রীকৃষ্ণকীর্তন পুঁথিটি আবিষ্কার করেন বিদ্ববল্লভ। বসন্ত রঞ্জন রায়
68. সর্ববৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থটির নাম কি? পদকল্পতরু।
69. 'পদ্মাবতী' কে রচনা করেন?- আলাওল।
70. 'মৈথিল কোকিল' বলা হয় - বিদ্যাপতিকে।
71. 'দ্বিতীয় বিদ্যাপতি' বলা হয়- গোবিন্দদাসকে।
72. 'কবিপতি' বলা হয় - বলরাম দাশকে।
73. চৈতনতলীলার ব্যাস' বলা হয় - বৃন্দাবনদাসকে।
74. আদি-মধ্য বাংলার নিদর্শন - শ্রীকৃষ্ণকীর্তন
75. দ্রাবিড় পরিবারের অন্যতম ভাষা - তেলেগু।
76. নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল - ৯০০ বর্তমান কাল পর্যন্ত।
77. অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল - রাঢ়ি।
78. রাঢ়ি - পূর্ব বাঁকুড়া
79. বঙ্গালি - ফরিদপুর
৪০. বরেন্দ্রী - রাজশাহি
81. ঝারখন্ডি- দক্ষিণ-পশ্চিম বাঁকুড়া
82. অভিনব জয়দেব - বিদ্যাপতি
83. চন্ডীদাসের ভাবশিষ্য - জ্ঞানদাস
84. দ্বিতীয় বিদ্যাপতি - গোবিন্দ দাস
85. ছোটো বিদ্যাপতি - কবিরজন।
86. বৃন্দাবনদাস - চৈতন্যমঙ্গল
87. ঈশ্বর পাটনী - ভারতচন্দ্র
৪৪. লাউসেন - ঘনরাম চক্রবর্তী
89. ভীম- মুকুন্দ চক্রবর্তী
90. ভাঁড়ুদত্ত - রামেশ্বর ভট্টাচার্য
91. শাহ মোহাম্মদ সগীর প্রণীত কাব্যটির নাম-ইউসুফ জোলেখা।
92. আলাওলের 'পদ্মাবতী' যে মূল কাব্যের অনুবাদ - পদুমাবৎ।