একাদশ শ্রেণীর দর্শন এর প্রথম সেমিস্টারের নতুন সিলেবাস | Class 11, 1st Semester Philosophy New Syllabus WBCHSE

একাদশ শ্রেণীর দর্শন এর প্রথম সেমিস্টারের সিলেবাস | Class 11, 1st Semester Philosophy Syllabus WBCHSE


শুভেচ্ছা ও ভালবাসা নিও শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের সিলেবাস সম্পর্কে। আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দর্শনের বিষয়ের সিলেবাসটিকে দুইটি ইউনিটে ভাগ করেছি , প্রথম ইউনিট ও দ্বিতীয় ইউনিট । 

  1. প্রথম ইউনিট এর নাম হল ভারতীয় দর্শন এবং 
  2. দ্বিতীয় ইউনিট এর নাম হল পাশ্চাত্য দর্শন

ভারতীয় দর্শন এর মধ্যে আবার ৭ টি অধ্যায় রয়েছে, অন্যদিকে 
পাশ্চাত্য দর্শন এর মধ্যে রয়েছে ২ টি অধ্যায় 

ভারতীয় দর্শন এর মধ্যে থাকা ৭ টি অধ্যায় হল - 


পাশ্চাত্য দর্শন এর মধ্যে থাকা ২ টি অধ্যায় হল - 

একাদশ শ্রেণীর দর্শন সিলেবাসের এই ৯ টি অধ্যায় ভালোভাবে পড়লেই আশা করা যায় তোমরা ১০০ শতাংশ সাফল্য পাবে। 
তোমাদের জন্য আমরা একাদশ শ্রেণীর দর্শন এর প্রথম সেমিস্টারের সকল অধ্যায় এর প্রশ্নোত্তর সহজ ভাষায় প্রদান করবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক দের দ্বারা ।  আমাদের ওয়েবসাইটে তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীর চতুর্থ  সেমিস্টার সহ গ্রাজুয়েশন এর বিভিন্ন নোট তোমরা পেয়ে যাবে। 

একাদশ শ্রেণীর দর্শন এর প্রথম সেমিস্টারের সিলেবাস | Class 11, 1st Semester Philosophy Syllabus WBCHSE | Class Eleventh, First Semester Dorson Syllabus | Philosophy Syllabus Class 11, West Bengal Council of Higher Secondary Education

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!