একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, তৃতীয় অধ্যায় নাগরিকতা প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Third Chapter

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, তৃতীয় অধ্যায় নাগরিকতা প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Third Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নাগরিকতা নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই নাগরিকতা অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নাগরিকতা এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই নাগরিকতা অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, তৃতীয় অধ্যায় নাগরিকতা প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Third Chapter


বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions) / 
রাষ্ট্রবিজ্ঞান, তৃতীয় অধ্যায়,  নাগরিকতা
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)


1) একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল-
(ক) নাগরিক
(খ) প্রজা
(গ) বন্ধুভাবাপন্ন বিদেশি
(ঘ) শত্রুভাবাপন্ন বিদেশি।
উত্তরঃ-  ক

2) নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে- 
(ক) গ্রিসে
(খ) আমেরিকায়
(গ) ইংল্যান্ডে
(ঘ) রোমে।
উত্তরঃ-  ক

3) রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে?
(ক) নাগরিককে
(খ) বিদেশিকে
(গ) দেউলিয়াকে
(ঘ) উন্মাদকে।
উত্তরঃ-  খ

4) সমস্তরকম কর্তব্যপালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে-
(ক) বিদেশির কাছে
(খ) নাগরিকদের কাছে
(গ) নাগরিক ও বিদেশি উভয়ের কাছে
(ঘ) এদের কারও কাছেই নয়।
উত্তরঃ-  খ


5) রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত
(ক) বয়স্ক নাগরিকরা
(খ) পূর্ণ নাগরিকরা
(গ) অপূর্ণ নাগরিকরা
(ঘ) বিদেশিরা।
উত্তরঃ-  ঘ 

6)  ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন-
(ক) নাগরিক
(খ) বিদেশি
(গ) জাতীয়
(ঘ) রাষ্ট্রহীন।
উত্তরঃ-  খ


7) "রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে" - এ কথা কে বলেছেন?
(ক) বোদা
(খ) মিলার
(গ) ল্যাস্কি
(ঘ) বার্কার।
উত্তরঃ-  খ

8) একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে -
(ক) একটি দেশে
(খ) একাধিক দেশে
(গ) তিনটি দেশে
(ঘ) পাঁচটি দেশে।
উত্তরঃ-  ক

9) অনুমোদনসিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি-
(ক) হতে পারেন
(খ) হতে পারেন না
(গ) সর্বদাই পারেন
(ঘ) কোনো কোনো সময় পারেন।
উত্তরঃ-  খ

10) 'Citizen' এটি কোন শব্দ?
(ক) গ্রীক 
(খ) ফরাসি 
(গ) লাতিন 
(ঘ) ইংরেজি
উত্তরঃ-  গ

একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় mcq
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
ক্লাস 11 রাষ্ট্র বিজ্ঞান অধ্যায় 3 প্রশ্ন উত্তর
Class 11 Political Science New syllabus in bengali west bengal board
Class 11 1st semester Political Science New syllabus WB
WBCHSE Political Science New Syllabus 
একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, তৃতীয় অধ্যায় নাগরিকতা প্রশ্ন উত্তর


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!