একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, চতুর্থ অধ্যায় সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Fourth Chapter

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, চতুর্থ অধ্যায় সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Fourth Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, চতুর্থ অধ্যায় সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Fourth Chapter

বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions)
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)


1) 'Constitution' শব্দটির উদ্ভব হয় কোন্ শব্দ থেকে? 
(ক) Constituere
(খ) Constant
(গ) Constitute
(ঘ) Constious।
উত্তরঃ-  ক

2) কোনো রাষ্ট্রের সংবিধান বলতে সেইসব লিখিত ও অলিখিত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায় যা সর্বোচ্চ শাসন পরিচালকদের গুরুত্বপূর্ণ অধিকার এবং শাসিতদের সর্বাপেক্ষা অত্যাবশ্যক সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণ করে- কে বলেছেন?
(ক) স্যার জেমস ম্যাকিনটস
(খ) হারম্যান ফাইনার
(গ) অধ্যাপক হোয়ার
(ঘ) অধ্যাপক গার্নার।
উত্তরঃ-  ক

3)  'শাসনতন্ত্র হল বিশেষভাবে পবিত্র নিয়মসম্বলিত সেই সকল মৌলিক আইন যাদের দ্বারা শাসনব্যবস্থার কাঠামো স্থিরীকৃক্ত হয়' -একথা বলেছেন-
(ক) লর্ড ব্রাইস
(খ) অগ ও জিঙ্ক
(গ) অস্টিন রেনি
(ঘ) সি এফ স্ট্রং।
উত্তরঃ-  খ

4) "শাসনতন্ত্র বলতে সরকারের গঠনতন্ত্র, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব ও ক্ষমতা প্রয়োগসংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়" - এই উক্তিটি দিয়েছেন-
(ক) রাষ্ট্রবিজ্ঞানী কুলি
(খ) অগ ও জিঙ্ক
(গ) অস্টিন রেনি
(ঘ) সি এফ স্ট্রং।
উত্তরঃ-  ক

5)  সংবিধানকে "ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী' বলে কোন্ রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন?
(ক) কে সি হোয়ার
(খ) ফাইনার
(গ) লোয়েনস্টাইন
(ঘ) জেলিনেক।
উত্তরঃ-  খ

6)  'লিখিত বা অলিখিত, বিধিসম্মত বা বিধিবহির্ভূত, সকল মৌলিক নিয়মকানুন যা দেশের শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তাই হল শাসনতন্ত্র' - এটি কার উক্তি
(ক) রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন রেনি
(খ) অধ্যাপক কে সি হোয়ার
(গ) গান্ধিজি
(ঘ) নেহরু।
উত্তরঃ-  ক 

7) সংবিধানকে লিখিত দলিলরূপে কে বর্ণনা করেছেন? 7
(ক) বেঞ্জামিন অ্যাকজিন
(গ) কুলি
(খ) লর্ড ব্রাইস
(ঘ) অস্টিন রেনি।
উত্তরঃ-  ক

8) সংবিধান রচনার উৎসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) দুইটি
(খ) চারটি
(গ) ছয়টি
(ঘ) দশটি।
উত্তরঃ-  ক

9) পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন্ গণতান্ত্রিক দেশে লক্ষ করা যায়?
(ক) ভারতবর্ষ
(গ) কোরিয়া
(খ) ব্রিটেন
(ঘ) জাপান।
উত্তরঃ-  ক

10) নিউজিল্যান্ড এবং আয়ার্ল্যান্ডের সংবিধান কী?
(ক) সুপরিবর্তনীয় সংবিধান
(খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(গ) লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান
(ঘ) লিখিত সুপরিবর্তনীয় সংবিধান।
উত্তরঃ- গ

11) ম্যাগনাকার্টা আইন কত খ্রিস্টাব্দের আইন?
(ক) ১২১৫
(খ) ১৯৪৯
(গ) ১৬৮০
(ঘ) ১৯১১।
উত্তরঃ-  ক

12) যে সংবিধান রাজনৈতিক ক্ষমতাপ্রয়োগের পদ্ধতি সম্পর্কে সৃজনশীল উপায়ে একটি কার্যকরী পন্থা নির্ধারণ করে সেই সংবিধানকে বলা হয় -
(ক) মৌলিক সংবিধান
(গ) নীতিসংবদ্ধ সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(ঘ) নীতিনিরপেক্ষ সংবিধান।
উত্তরঃ-  ক

13) যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে বলা
হয়-
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) নীতিসংবদ্ধ সংবিধান
(ঘ) নিয়মনিষ্ঠ সংবিধান।
উত্তরঃ-  ঘ

14) সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে?
(ক) আইনসভা
(খ) লোকসভা
(গ) রাজ্যসভা
(ঘ) বিধানসভা।
উত্তরঃ-  ক

15) মার্কসবাদীরা সংবিধানকে কোন রাষ্ট্রের শ্রেণীবৈষম্য মূলক সমাজ ব্যবস্থার বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষাকারী নিয়ম কানুনের সমষ্টি বলে মনে করেন? 
ক) সমাজতান্ত্রিক 
খ) ধনতান্ত্রিক 
গ) সামন্ততান্ত্রিক 
ঘ) প্রজাতান্ত্রিক
উত্তরঃ-  খ

একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার চতুর্থ অধ্যায় mcq
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
ক্লাস 11 রাষ্ট্র বিজ্ঞান অধ্যায় 4 প্রশ্ন উত্তর
Class 11 Political Science New syllabus in bengali west bengal board
Class 11 1st semester Political Science New syllabus WB
WBCHSE Political Science New Syllabus 
রাষ্ট্রবিজ্ঞান , চতুর্থ অধ্যায়,  সংবিধান:  সংজ্ঞা ও শ্রেণীবিভাগ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!