একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, সমস্ত অধ্যায় প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History Questions and Answers , Class XI, Semester I All Chapter Best and Important Questions Answers and Solutions
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সমস্ত অধ্যায় নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয়ের সমস্ত অধ্যায় এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।
বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions)সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)
1. ইতিহাসের জনক বলা হয় - হেরোডোটাসকে।
2. ইংরেজিতে প্রথম 'Pre Hisyory' কথাটি ব্যবহার করেন - ড্যানিয়েল উইলসন।
3. রেডিয়ো কার্বন ডেটিং পদ্ধতি আবিস্কার করেন - উইলার্ড এফ লিবি।
4. জেন্দ আবেস্তা হল একটি - প্রাচীন পারসিক ধর্মগ্রন্থ।
5. আরবীয় মুসলমানরা সিন্ধু জয় করে - 712 খ্রিস্টাব্দে।
6. সম্রাট অশোকের লিপি পাঠোদ্ধার হয় - 1837 খ্রিস্টাব্দে।
7. পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল - গিলগামেশ।
৪. ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন ঘটে - কুষাণ যুগে।
9.'হিস্ট্রি' শব্দটি এসেছে যে দুটি শব্দ থেকে, তা হল - হিস্তোরিয়া, হিস্তর ও
10. ' History is a science, no less no more.'-- উক্তিটি করেছেন ঐতিহাসিক জে. বি. বিউরি
11. 'Neolithic' শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ গবেষক লুব্ধক। জন
12. ' ভারতীয় প্রত্নতত্বের জনক' বলা হয় - আলেকজান্ডার কানিংহাম কে।
13. 'কালিবঙ্গান 'কথার অর্থ - কালো চুরি।
14. ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন বিম কদফিসেস।
15. 'ভারতীয় নাট্যশাস্ত্রের জনক 'বলা হয় ভারতমুনি।
16. কত খ্রিস্টপূর্বাব্দে ক্যালডিয় সাম্রাজ্যের পতন ঘটেছিল?-539 খ্রিস্টপূর্বাব্দে
17. কে মাসিডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ক্যারানাস
18. রোম নগীর পত্তন ঘটান- রোমুলাস।
19. পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য হল- রোমান সাম্রাজ্য।
20. কত খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে?-476 খ্রিস্টাব্দে।
21.কে রোমুলাস অগাস্টুলাসকে সিংহাসনচ্যুত করে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটান?- অডোয়েকার।
22.কে রোমে প্রজাতন্ত্রের উচ্ছেদ করেন?- অক্টাভিয়ান।
23. জুলিয়াস সিজার রোম আক্রমণ করেন- 49 খ্রিস্টপূর্বাব্দে।
24. কোন রোমান সম্রাট Imperator বা সম্রাট উপাধি ধারণ করেছিলেন? - অক্টাভিয়ান।
25. কত খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যানটাইনের মৃত্যু হয়?-337 খ্রিষ্টাব্দে।
26. 'ভেনাস' ছিলেন- প্রেমের দেবী
27. কারা 'মেনস্যারাই' নামে পরিচিত ছিল?-রাষ্ট্র কর্তৃক নিযুক্ত এক ধরনের ব্যাংকার।
28.রোমান স্বর্ণমুদ্রা হল- অরি
29. প্রথম পিউনিক যুদ্ধ কবে হয়েছিল?-264-241 খ্রিস্টপূর্বাব্দে।
30. রোমের প্রথম ক্রীতদাস বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?-135 খ্রিস্টপূর্বাব্দে
31.কোন ব্যাবিলনীয় রাজা ব্যাবিলনে একটি বড়ো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?- হামুরাবি।
32. ক্যালডীয় রাজতন্ত্রের ও চান্ডিয়ান বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নবোপলোসার।
33. কত খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল মুসলিম জ্ঞানের স্বর্ণযুগ?- 900-1100
34. প্রাচীনকালে পলিসের (Polis) বিকাশ ঘটে- গ্রিসে।
35. পলিস (Polis) কথার অর্থ - নগর রাষ্ট্র।
36. নগররাষ্ট্র কথাটি এসেছে ইংরেজি 'City States' শব্দ থেকে, 'City States' শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, এই গ্রিক শব্দটি হল- Polis.
37. Politics গ্রন্থের রচয়িতা হলেন- অ্যারিস্টটল।
38. এথেন্সের শাসনকাঠামো ছিল- গণতান্ত্রিক।
39. এথেনিও গণতন্ত্রের জনক বলা হয়- সোলনকে।
40. গ্রিক নাটকের জনক' বলা হয় - ঈশকাইলাশকে।
41. প্রাচীন ভারতে কখন 'দ্বিতীয়নগরায়ন' শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।
42. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন- চন্দ্রগুপ্ত মৌর্য।
43. ইন্ডিকা-র রচয়িতা ছিলেন- মেগাস্থিনিস।
44. আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন- গুপ্তযুগের।
45.দীন-ই-ইলাহি প্রবর্তিত হয়- 1582 খ্রিস্টাব্দে।
46. দাক্ষিণাত্য ক্ষতই ঔরঙ্গজেবকে ধ্বংস করেছে।'-উক্তিটি করেছেন- যদুনাথ সরকার।
47. প্রাচীন গ্রিসের পলিসগুলি ছিল - গণতান্ত্রিক রাষ্ট্র।
48. রোমের 'পিতৃভূমির পিতা' বলা হয় - জুলিয়াস সিজারকে।
49. রাজকীয় রোমের যুগ' বলা হয়- 31 খ্রিস্টপূর্বাব্দ থেকে 476 খ্রিষ্টাব্দ পর্যন্ত।
50. ভারতের নেপোলিয়ন বলা হয় - সমুদ্রগুপ্ত কে।
51. মনসবদারি প্রথা প্রবর্তন করেন - সম্রাট আকবর।
52.গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন- সমুদ্রগুপ্ত।
53. অটোমান কথাটি এসেছে সুলতান- 'ওসমান' এর নাম থেকে,
54. প্রাচীন ভারতের সুবর্ণযুগের অগ্রদূত বলা হয়- সমুদ্রগুপ্তকে।
55. এথেনিও গণতন্ত্রের জনক বলা হয়- সোলনকে।
- একাদশ শ্রেণীর ইতিহাস সমস্ত অধ্যায় প্রশ্ন উত্তর
- একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম সেমিস্টার সমস্ত অধ্যায় mcq
- একাদশ শ্রেণীর ইতিহাস নতুন সিলেবাস প্রথম সেমিস্টার
- ক্লাস 11 ইতিহাস সমস্ত অধ্যায় প্রশ্ন উত্তর
- Class 11 History New syllabus in bengali west bengal board
- Class 11 1st semester History New syllabus WB