একাদশ শ্রেণী ভূগোল প্রথম সেমিস্টার, সমস্ত অধ্যায় প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Geography Questions and Answers , Class XI, Semester I All Chapter Best and Important Questions Answers and Solutions
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের সমস্ত অধ্যায় নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের ভূগোল বিষয়ের সমস্ত অধ্যায় এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।
বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions)সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)
1. ভূগোলক হিসেবে পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন আনাক্সিমান্ডার
2. জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটসথেনিস
3. ইকো সিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রান্সলে
4. অক্ষাংশ ও দ্রাঘিমা সম্বলিত পৃথিবীর মানচিত্র প্রথম প্রস্তুত করেন- এরাটসথেনিস
5. মানচিত্র অঙ্কনবিদ্যা হল কার্টোগ্রাফি
6. মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞানকে বলে পেডোলজি
7. কোন শব্দ থেকেই Geo কথাটির উৎস-গ্রীক
৪. ইকোসিস্টেমের ইকো কথাটি নির্দেশ করে বসবাসের স্থান
9. ভূগোল প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ই
10. বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপ এর পরিবর্তন আলোচনা করে ভূমিরূপ বিদ্যা
11. মিটিওর কথাটির অর্থ হল আবহাওয়া
12. প্রথম মানচিত্র অভিক্ষেপ তৈরি করে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন- টলেমি
13. ভূগোলের দুটি শাখার একটি হল প্রাকৃতিক ভূগোল এবং অন্যটি হল- মানবীয় ভূগোল
14. মানবীয় ভূগোলের একজন অন্যতম পন্ডিত হলেন হ্যান্টিংটন
15. ইকোলজি কথাটি এসেছে শব্দ থেকে - OIKOS
16. ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নস্ট হেকেল
17. যে ব্যবস্থায় উপগ্রহ চিত্রের সাহায্যে তথ্য পর্যালোচনা করা হয় তাকে বলে- GIS
18. সমুদ্র সংক্রান্ত আলোচনা ওসানোগ্রাফি
19. ভূমিরূপ সংক্রান্ত বিজ্ঞান- জিওমরফোলজি
20. মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞান - পেডোলজি
21. স্থলভাগের জলবিজ্ঞান- হাইড্রলজি
22. আনাক্সিমান্ডার তিনি তার সময়কাল পর্যন্ত জ্ঞাত পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন
23. বিবৃতি A: Geography শব্দটির উদ্ভব বিংশ শতাব্দীতে
বিবৃতি ৪: এরাটসথেনিস প্রথম geography শব্দটি ব্যবহার করেন
A মিথ্যা B সত্য
24. নীহারিকা মতবাদ এর প্রবক্তা হলেন কান্ট ও ল্যাপলাস
25. জোয়ারস্ফীতি মতবাদের প্রবক্তা- জিনস্ ও জেফরিজ
26. বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সর্বাধুনিক মতবাদ হল বিগ ব্যাং মতবাদ
27. গ্রহ উপগ্রহের উৎপত্তি সম্পর্কে নীহারিকা মতবাদ টি প্রকাশ করেন- ইমানুয়েল কান্ট
28. 'Exposition of the solar system' গ্রন্থটির রচয়িতা হলেন - পি এস ল্যাপলাস
29. সিসমোলজি হলো ভূকম্প সম্পর্কিত বিজ্ঞান
30. ভূ-অভ্যন্তরে ছায়া অঞ্চল বা shadow zone রয়েছে কেন্দ্রমণ্ডলে
31. গুটেনবার্গ-উইচ্যার্ট বিযুক্তিসীমা নির্দেশ করে গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যে
32. সূর্য কোন ছায়া পথের একটি নক্ষত্র মিল্কিওয়ে
33. বিগ ব্যাং ঘটনার সময়কাল বলা হয়েছে ১৩৭০ কোটি বছর আগে
34. বিগ ব্যাং তত্বের প্রাথমিক প্রবক্তা হলেন জর্জেস লেমাইট্রে
35. কোন ভূকম্পীয় তরঙ্গ শব্দ তরঙ্গের ন্যায় গমন করে p-তরঙ্গ
36. আলোক তরঙ্গের ন্যায় গমন করে কোন তরঙ্গ- ১-তরঙ্গ
37. SIAL ও SIMA কে পৃথমকারি বিযুক্তির নাম- কনরাড বিযুক্তি
38. মহাদেশীয় ভূতত্ব মূলত গঠিত যে শিলা দ্বারা গ্রানাইট
39. মহাসাগরীয় ভূতত্ব মূলত যে শিলাদারা গঠিত - ব্যাসল্ট
40. কোন স্তরকে NIFE স্তর বলা হয়- কেন্দ্রমণ্ডলকে
41. সৌরজগৎ সৃষ্টিকালে গ্যাসীয় পদার্থ পটলের ন্যায় লম্বাটে হয় এবং তারপর ভেঙে গিয়ে গ্রহ উপগ্রহ সৃষ্টি হয় এই ধারণা দিয়েছিলেন- জিনস ও জেফরিজ
42. সৃষ্টি লগ্নে পৃথিবী একটি অসীম উষ্ণ ও অসীম ঘনত্বের এককের কেন্দ্রীভূত ছিল, বলা হয়েছে- বিগ ব্যাং তম্বে
43. যে বিন্দুতে ভূকম্প প্রথম সৃষ্টি হয় তাকে বলে প্রকাশ এবং এর ঠিক ওপরের ভূপৃষ্ঠস্থ বিন্দুটিকে বলে- এপিসেন্টার
44. কেন্দ্র মন্ডলের বহিরাস্তি ও অন্তরাষ্ট্র র মাঝখানে রয়েছে কোন বিযুক্তরেখা- লেহম্যান
45. ঊর্ধ্ব গুরুমন্ডল ও নিম্ন গুরুমন্ডল এর মাঝে রয়েছে কোন বিযুক্তিরেখা- রেপিত্তি
46. মহাদেশীয় ভূত্বক সিয়াল
47. মহাসাগরীয় ত্বক- সিমা
48. ঊর্ধ্ব গুরুমন্ডল-ক্রোফেসীমা
49. অন্ত:কেন্দ্রমন্ডল - নিফেসিমা
50. বিবৃতি A : কান্ট নিহারিকা মতবাদ এর প্রবক্তা
বিবৃতি B: ল্যাপলাস তাঁর গ্রন্থে উক্ত মতবাদকে সমর্থন করেন A ও B সত্য
52. গিরিজনি আলোড়ন একটি ধীর প্রক্রিয়া
53. নদী, হিমবাহ, বায়ু হলো- বহির্জাত প্রক্রিয়া
54. মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কার্য করে লম্বভাবে
55. গ্রিক শব্দ এপিরস এর অর্থ হল মহাদেশ
56. গ্রিক শব্দ 'oros' এর অর্থ - পর্বত
57. শিলাস্তর তলে অবস্থান করে তাকে বলে- স্তরায়ন তল
58. ভূ-অভ্যন্তরের গলিত পদার্থ ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে বলে- লাভা
59. ভূ-অভ্যন্তরে শিল্প পদার্থ গলিত অবস্থায় থাকে যাকে বলে - ম্যাগমা
60. আগ্নেয়গিরির যে ছিদ্রপথ দিয়ে আগ্নেয় পদার্থসমূহ নির্গত হয় তাকে বলে- জ্বালামুখ
61. ইতালির ভিসুভিয়াস একটি - অবিরাম আগ্নেয়গিরি
62. মাউন্ট ফুজি একটি - সুপ্ত আগ্নেয়গিরি
63. ভারতের ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরিটি হলো- সুপ্ত
64. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হলো - ওজোস ডেল সালাডো
65. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি কোন পর্বতে অবস্থিত- আন্দিজ
66. পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হল - মৌনালোয়া
67. ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় - স্ট্রম্বলিকে
68. হারকুলেনিয়াম ও পম্পেই নগরী ধ্বংস হয়েছিল কোন অগ্নুৎপাতে - প্লিনীয় শ্রেণী
69. মেঘমা উলম্ব নলের মধ্যে জমে গঠিত হয় - ডাইক
70. ভূপৃষ্ঠের নিচে শ্রেষ্ঠ গম্বুজাকৃতি বৃহৎ আগ্নেয় উদবেধকে বলে- ব্যাথোলিখ
71. একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো জাপানের - ফুজিয়ামা
72. হাওয়াই দ্বীপের মৌনাকিয়া হল একটি - মৃত আগ্নেয়গিরি
73. পা হো হো হল একটি-তরল লাভা
74. ভূকম্পের উৎপত্তিস্থলের ঠিক ওপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানটিকে বলে উপকেন্দ্র
75. শব্দ তরঙ্গের ন্যায় গতি - p তরঙ্গের
76. তরল কঠিন উভয় মাধ্যম অতিক্রম করে- তরঙ্গ
77. প্রাথমিক তরঙ্গ বলা হয়- তরঙ্গকে
78. আলোক তরঙ্গের ন্যায় প্রতিগমন করে- তরঙ্গ
79. পৃষ্ঠতরঙ্গ হল- তরঙ্গ
80. ধ্বংসাত্মক ভূমিকম্পীয় তরঙ্গ হল- তরঙ্গ
81. আইসোসিসমাল লাইন হল সমভূকম্পন রেখা
82. ভূকম্পনের তীব্রতা মাপা হয় রিখটার স্কেল ও মার্কাল্লি স্কেলে
83. সিসমোগ্রাম হল - ভূকম্প তীব্রতার লেখচিত্র
84. ভূকম্প বিপর্যয়কর হতে পারে যখন মার্কাল্লি স্কেলে কম্পনের তীব্রতা হয়-6
85. একইসময় ভূকম্প তরঙ্গ পৌঁছয় এমন স্থানগুলিকে মানচিত্রে যুক্তকারী রেখাকে বলে হোমোসিসমাল রেখা
86. ভুকম্পে সৃষ্ট তরঙ্গ প্রধানত বিভক্ত করা যায়- তিনটি ভাগে
87. জাপানি শব্দ সুনামি নির্দেশ করে পোতাশ্রয়ের ঢেউকে
88. মহীভাবক আলোড়ন হল-ধীর প্রক্রিয়া
89. যে আলোড়নের ফলে ভূপৃষ্ঠে প্রভাবিত স্থান সমূহ খাড়া ভাবে উপরে ও নিচে ওঠানামা করে তাকে বলে- মোহীভাবক আলোড়ন
90. যে আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিক ভাবে কাজ করে, ত হলো- গিরিজনি আলোড়ন
91. অ্যাসথেনোস্ফিয়ার স্তরটি রয়েছে গুরমন্ডলের ওপরে
92. বেনিয়ফ জোন ভূমিকম্পপ্রবন কারণ একটি পাত আরেকটি পাতের নিচে অনুপ্রবেশ করে
93. S-তরঙ্গ বহিঃকেন্দ্রমন্ডলে এসে বেকে যায় কারণ- তরঙ্গ তরল মাধ্যম অতিক্রম করতে পারেনা
94. ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয় স্ট্রম্বলিকে
95. পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি হল-মৌনালোয়া
96. তুমিকম্প ধরা পরে কোন যন্ত্রে সিসমোগ্রাফ
97. ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী প্রচলিত পরিমাপক যন্ত্র হল- রিখটার স্কেল
98. একটি ভূমিকম্পপ্রবন দেশ হলো-জাপান
99. বিবৃতি A : ইতালির ভিসুভিয়াস একটি সুপ্ত আগ্নেয়গিরি
বিবৃতি ৪: ম্যাগমার সঙ্গে গ্যাস নির্গত হয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে অমুদগম হয় ভিসুভিয়াস থেকে
A মিথ্যা B সত্য
100. 'Atmos' শব্দের অর্থ হল-বাষ্প
101. 'Karman Line' হল একটি বায়ুমণ্ডলীয় সীমানা
102. বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণ আছে- নাইট্রোজেন
103. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা হিসেবে-78.1
104. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা হিসেবে- 20.9
105. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ শতকরা হিসেবে - 0.033
106. ওজন গ্যাসের প্রাচুর্য রয়েছে- স্ট্রাটোস্ফিয়ারে
107. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়- মেসোস্ফিয়ারে
108. উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় ট্রোপোস্ফিয়ারে
109. 'প্রাকৃতিক সৌরপর্দা' নামে পরিচিত স্তরটি হল-ওজন স্তর
110. উষ্ণতা হ্রাসের সাভাবিক হার প্রতি 1000 মিটারে - 6.4° সেন্টিগ্রেড
111. শান্তমন্ডল বলা হয়- স্ট্রাটোস্ফিয়ার-কে
112. মেঘ, ঝড়, বৃষ্টি হয় বায়ুমণ্ডলের যে স্তরে ট্রপোস্ফিয়ারে
113. স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার এর মধ্যে রয়েছে- ট্রপোপজ
114. জেট বায়ুপ্রবাহের আগমন ঘটে ট্রপোপজ এর উপরে
115. মেরুজ্যোতি দেখা যায় আইসল্যান্ড-এ
116. যে স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে – আইনোস্ফিয়ার
117. থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির কারণ – উভয়ই
118. উপোপজ নিরক্ষীয় অঞ্চলে কতটা ঊর্ধ্বে অবস্থান করে- প্রায় 17.4 কিলোমিটার
119. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমা নির্দেশ করে- ট্রপোপজ
120. ওজোন ধ্বংসকারী প্রধান উপাদানটি হল CFC
121. বায়ুমণ্ডলের গ্যাসগুলির বেশি থেকে কম শতকরা হারের পরিপ্রেক্ষিতে সাজাও নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন ডাইঅক্সাইড
122. বায়ুমণ্ডলের স্তরগুলি ঊর্ধক্রমে সাজাও ট্রপোস্টীয়ার স্ট্রাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার
123. বিবৃতি A: ওজোন হ্রাসের জন্য CFC দায়ী নয়
বিবৃতি ৪: বায়ুমণ্ডলে এরূপ ওজোন হ্রাসের জন্য মানুষের শিলাসংক্রান্ত কার্যকলাপই দায়ী
A মিথ্যা B সত্য
124. মানবজাতির যে গোষ্ঠী সোজা হয়ে হাঁটতে শুরু করেছিল তার নাম আর্ডিপিথেকাস
125. 'Die Erdkunde' বইয়ের লেখকের নাম কার্ল রিটার
126. 'Anthropogeographic' বইয়ের লেখকের নাম-ফ্রেডরিক র্যাটজেল
127. 'History of Mankind' গ্রন্থের রচয়িতা হলেন- র্যাটজেল
128. সম্ভাবনাবাদ তত্বের প্রবক্তা হলেন- ভিদাল দ্য লা ব্লাশ
129. 'Principle De Geographie Humaine' গ্রন্থের লেখক-লা ব্লাশ
130. 'Kosmos' গ্রন্থের রচয়িতা-আলেকজান্ডার ফন হামবোল্ড
131. 'Explanation in Geography' গ্রন্থের রচয়িতা ডেভিড হার্ভে
132. ট্রান্স হিউম্যানস হল ঋতু নিয়ন্ত্রিত যাযাবর পশুপালন বৃত্তি
133. প্রাচীন সভ্যতা ছিল নদীকেন্দ্রিক
134. পরিবেশের প্রতি মানুষের সাড়া বা প্রতিক্রিয়াকে ২১টি ভাগে চিহ্নিত করেছেন- হান্টিংটন
135. মানবীয় ভূগোলবিদ হিসেবে খ্যাত-ডেভিড হার্ভে
136. বর্তমান মানবজাতির বিজ্ঞানসম্মত নাম হলো- হোমো স্যাপিয়েন্স
137. রাজনৈতিক ভূগোলের জনক হলেন- র্যাটজেল
138. সম্ভাবনা বাদ তত্বের একজন অন্যতম প্রবক্তা ছিলেন - ভিদেল দ্য লা ব্লাশ
139. বিবৃতি A: মানুষ পরিবেশের উপাদান, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানুষ জীবনধারণের প্রয়োজনীয় উপাদান গুলি সংগ্রহ করে
বিবৃত্তি : পরিবেশ মানুষের কাজকর্মের ফলে ক্ষতিগ্রস্ত হয় মানুষে
A এবং R উভয়ই সত্য, A এর সঠিক ব্যাখ্যা R
140. বিবৃত্তি A: কল্যাণমূলক ভূগোলে পরিবার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়
বিবৃতি : সামাজিক ও অর্থনৈতিক উন্নতি এই ভূগোলের মূল আলোচ্য বিষয়
A মিথ্যা B সত্য
141. প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণে যুক্ত অর্থনৈতিক কর্মধারাকে বলা হয় অর্থনীতির প্রাথমিক ক্ষেত্র
142. প্রাথমিক অর্থনৈতিক ক্ষেত্রে এর অন্তর্ভুক্ত হল- কৃষি ও খাদ্যসংগ্রহ উভয়ই
143. ভারতের শ্বেত বিপ্লব যে উপাদানের সঙ্গে যুক্ত তা হল দুধ
144. কুইনারি ক্ষেত্রের অন্তর্গত হলো- পরামর্শদাতা ও পরিকল্পনা নীতি রূপায়ক - উভয়ই
145. খাদ্যসংগ্রহক শিকারী জনজাতি জারোয়াদের বাসস্থান হল - আন্দামান
146. জীবিকাসস্বাভিত্তিক শ্রমনির্ভর কৃষি ব্যবস্থার অন্তর্গত হলো - স্থানান্তর কৃষি
147. জমির উর্বরাশক্তির ভারসাম্য বজায় রাখার জন্য উপযুক্ত কৃষি ব্যবস্থা হল-শস্যাবর্তন
148. শহরের উপকণ্ঠে টাটকা সবজি ও ফলমূলের যোগান দেওয়ার জন্য যে কৃষি পদ্ধতি প্রচলিত তাকে বলে - ট্রাক ফার্মিং
149. শুষ্ক কৃষি পদ্ধতির অন্যতম ফসল হলো- মিলেট
150. যে কৃষি ব্যবস্থায় একইসঙ্গে কৃষিপণ্য উৎপাদন ও পশু পালন করা হয় তা হলো - মিশ্র কৃষি
151. সবুজ বিপ্লবের জনক হলেন - ড. নরম্যান বোরলগ
152. অপারেশন ফ্লাড এর মাধ্যমে কিসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়- দুগ্ধ
153. যে ফসলে সবুজ বিপ্লবে বিশেষ সাফল্য আসে তা হলো - গম
154. ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত - চিকমাগালুরে
155. বিশ্বে কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে - ব্রাজিল
156. ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি অবস্থিত- লখনউতে
157. তুলো চাষের জন্য উপযোগী মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা
158. সর্বশ্রেষ্ঠ মান এর কার্পাস বস্ত্র তৈরি হয় যে প্রকার তুলো থেকে সেটি হল দীর্ঘ আঁশযুক্ত
159. কার্পাস পাকিস্তানি কি নামে পরিচিত শ্বেত স্বর্ণ
160. প্রথাগত কৃষিপদ্ধতি মূলত কিসের উপর নির্ভর শ্রম
161. এস্কিমোদের বরফের বাসগৃহকে বলা হয় ইগলু
162. যাযাবর নয় এমন উপজাতি হলো টোডা
163. মনুষ্যখাদ্যের সঙ্গে পশু খাদ্য উৎপাদন সমান গুরুত্বপূর্ণ যে কৃষির ব্যবস্থায় সেটি হল-মিশ্র
164. ভারতের সবুজ বিপ্লবের পথিকৃৎ হলেন- ড. স্বামীনাথন
165. কেবল স্থানীয় চাহিদা পূরণে মনুষ্য সম্মান নির্ভর কৃষি হল- নিবিড় জীবিকাসত্বাভিত্তিক কৃষি
166. ব্রাজিলের কফি বাগান গুলিকে বলা হয় ফাজেন্ডা
167. ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য সেটি হল কর্ণাটক
168. তরল সোনা বলা হয় পেট্রোলিয়াম কে
169. কৃষক প্রাথমিক, বিমানচালক প্রগৌণ, বীমা এজেন্ট- কোয়াটারনারি, CEO - কুইনারি
170. বিবৃত্তি A: আধুনিক সমাজ ও অর্থনীতিতে কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়া-কলাপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়
বিবৃতি ৪: কোয়াটারনারি কাজকর্মে অধিকাংশ শ্রমনিযুক্তি দেখা যায়
- A সত্য B মিথ্যা
171. ক্ষেত্রফলের বিচারে ভারতের আয়তন পৃথিবীতে সপ্তম
172. ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় ১৯৫৬ খ্রিস্টাব্দে
173. বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা ২৮টি
174. বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৮টি
175. ভারতের নবগঠিত দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ
জম্মু ও কাশ্মীর
176. বর্তমানে জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান
প্রথম
177. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা অতিক্রম করেছে
এলাহাবাদের কাছ দিয়ে
178. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল- লাক্ষাদ্বীপ
179. ভারত ও শ্রীলংকার মাঝখানে রয়েছে মান্নার উপসাগর
180. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য- গোয়া
181. ভারত ও চীনের আন্তর্জাতিক সীমারেখাটির নাম- ম্যাকমোহন লাইন
182. ভারতের নবীনতম অঙ্গরাজ্য হলো- তেলেঙ্গানা
183. ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল
184. ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি ছিল ভাষা
185. চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত রয়েছে ভুটানে
186. আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে খাইবার গিরিপথ
187. দীর্ঘ আঁশযুক্ত তুলো কোন দেশের প্রধান অর্থকরী ফসল পাকিস্তান
188. হিমালয় কোন শ্রেণীর পর্বত ভঙ্গিল পর্বত
189. হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট
190. কারাকরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল- K2
191. মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার
192. ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পার্বত্য অঞ্চল হল আরাবল্লি পর্বত
193. কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত হিমাদ্রি হিমালয়ে
194. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল নামচাবারওয়া
195. তিব্বত সংলগ্ন হিমালয়কে বলে ট্রান্স হিমালয়
196. কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে যে গিরিপথটি তা হল-বানিহাল
197. কাশ্মীর উপত্যকায় অন্যতম হ্রদ হল ডাল
198. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-এর সর্বোচ্চ শৃঙ্গ- স্যাডল
199. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ- দোদাবেতা
200. মরুস্থলীর চলমান বালিয়াড়িকে বলে - প্রিয়ান
201. মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ - শিলং
202. নদী তীরবর্তী সংকীর্ণ পলল ভূমিকে পাঞ্জাবে বলে- বেট
203. আরাবল্লী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিকর অবস্থিত - মাউন্ট আগুতে
204. সাতপুরা একটি - স্তুপ পর্বত
205. সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে এরূপ মালভূমির উদাহরণ হল - ডেকান ট্র্যাপ
206. ধূপগড় কোন পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ - সাতপুরা পর্বতের
207. ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলী অবস্থিত - ব্রহ্মপুত্র অববাহিকা
208. ভূতাত্ত্বিক দিক দিয়ে ভারতীয় ভূখণ্ড হলো- একটি ক্রেন্টন
209. বর্তমানে হিমালয় যেখানে অবস্থান করছে পূর্বে সেখানে ছিল - টেথিস সাগর.
210. পূর্ব হিমালয়ের সিনট্যাক্সিয়াল বাঁক নিয়েছে কোন দেশের দিকে - মায়ানমার
211. হিমাচল বা অব-হিমালয়ের অন্যতম পর্বতশ্রেণী হলো- পিরপাঞ্জাল
212. ভারতে প্রবাহ পথ সর্বাপেক্ষা দীর্ঘ যে নদীর সেটি হল - গঙ্গা
213. তিব্বতের মানুষ সরোবরের নিকট থেকে উৎপন্ন হয়েছে - ব্রহ্মপুত্র
214. তিব্বতের ব্রহ্মপুত্র নদের নাম - সাংপো
215. 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলা হয় যে নদীকে সেটি হল- গোদাবরী
216. গঙ্গা নদীর ডান তীরের উপনদী হল- শোন
217. ভারতের পূর্ব বাহিনী নদী হল কাবেরী
218. কোন নদীর মোহনায় বদ্বীপ নেই- নর্মদা
219. শিবসমুদ্রম জলপ্রপাত রয়েছে যে নদীর ওপর সেটি হল - কাবেরী
220. কচ্ছের রণ-এ গিয়ে পড়েছে যে নদীতে সেটি হল লুনি নদী
221. কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাতটি অত্যন্ত সুন্দর- ইন্দ্রাবতী
222. যোগ জলপ্রপাতটি কোন নদীর ওপর গড়ে উঠেছে - সরাবতী
223. ভারতের দীর্ঘতম নদী বাঁধ নিরাপদ কোন নদীর উপর নির্মিত হয়েছে- মহানদী
224. উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে নদীগুলি পর্যায়ক্রমে সাজাও -- সিন্ধু-ব্রহ্মপুত্র-গোদাবরী-কাবেরী
225. দামোদর নদের প্রতিবছর বন্যা হত বলে একে বাংলার দুঃখ বলা হত। DVC পরিকল্পনা রূপায়িত হওয়ায় বন্যার প্রকোপ বর্তমানে হ্রাস পেয়েছে।
226. DVC এর উদ্দেশ্য কি ? - DVC এর অন্যতম উদ্দেশ্য দামোদরের বন্যা রোধ ও বন্যের উদ্বৃত্ত জলের ব্যবহার